প্রথম প্রোগ্রাম

প্রথমে কোডব্লোকস রান করি। তারপর নিচের কোডটুকু লিখি।

#include <stdio.h>
int main()
{
printf("Hello Programming");
return 0;
}

প্রোগ্রামটিকে first_program.c নামে সেভ করি। তারপর কোডব্লোকসের Build মেনু থেকে Build and run কমান্ডটিতে কিল্ক করি অথবা কিবোর্ড থেকে F9 বাটন চাপি। তাহলে নতুন একটা টার্মিনাল উন্ডোতে নিচের মত অাউটপুট দেখতে পাবো।

Output

Hello Programming

নোট: প্রতিটা সি প্রোগ্রাম main() ফাংশন থেকে এক্সিকিউসন শুরু করে। printf() ফাংশনটি কোটেশনের ভিতরে থাকা কনটেন্ট প্রিন্ট করে। ফাংশন নিয়ে পরবর্তিতে অামরা অারও বিস্তারিত অালোচনা করব।